বাগেরহাটে করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ পাল (৭৫) নামে সাবেক এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়। বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার।
চিকিৎসক উপেন্দ্রনাথ পাল সত্তরের দশকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ছিলেন। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।
ডা. অসীম কুমার সমাদ্দার জানান, গত সোমবার চিকিৎসক উপেন্দ্রনাথ পাল তার ফকিরহাটের বাড়িতে অসুস্থ হলে তাকে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করানো হয়। এতে তার শরীরে করোনা পজিটিভ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান ডা. অসীম কুমার।