কুষ্টিয়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে মারা যাওয়া ২ জনের একজন কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা (৬৫), অপরজন বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা (৫০)। বুধবার (২৪ জুন) সকালে তাদের মৃত্যু হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া ২ জনই করোনা আক্রান্ত ছিলেন। একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর অপরজন বারখাদায় নিজ বাড়িতেই মারা যান। এদিকে মঙ্গলবার (২৩ জুন) জেলায় ৩৯ জন আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৪৩৪। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৯৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।