মোংলায় চিংড়ি ঘের দখল ও মাছ লুট : প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশুসহ আহত ৭

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশুসহ ৭জন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এমনকী হামলাকারীদের মারধরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতলে যেতে বাধা প্রদান এবং অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামাদুরপাল্টা গ্রামের সুরেশ ঢালী তার পৈত্রিক সূত্রের ৫ একর জমিতে বিগত কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে আসছিলেন। সম্প্রতি এ জমির মালিকানা দাবি করে নানাভাবে হয়রানি করে আসছিলেন জয়খাঁ গ্রামের অমিত মন্ডল। আর এ নিয়ে রেকর্ড সংশোধনীর মামলা ও আইনি লড়াই চলে আসছে বিবাদওমান দু গ্রুপের। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে অমিত মন্ডল ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মতি মোল্লার নেতৃত্বে দেশিয় অস্ত্র-শস্ত্রসহ ৩০/৩৫ জনের একদল লাঠিয়াল বাহিনী সুরেশ ঢালীর চিংড়ি ঘেরে আকস্মিক হামলা চালান। এ সময় দখলকারীদের হামলায় সুজিত ঢালী(৩৯), বিউটি ঢালী,(২৮), সরস্বতী ঢালী (৫৬), সোনালী ঢালী (২৯)কালীদাস শিকদার(৩৬), সুচিত্রা মন্ডল(২৭) রক্তাক্ত জখম হন। এ ছাড়া হামলাকারীদের রোষানলের শিকার হয়েছেন দু বছরের এক শিশুও। হামলাকারীরা চিংড়ি ঘেরে বাসায় আহরিত বিপুল পরিমান মাছ লুট, জাল ছেড়া সহ প্রায় ২ ঘন্টাব্যাপী এ তান্ডব চালায় । এ ছাড়া আহতরা রক্তাক্ত অবস্থা চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে অবরুদ্ধ রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতদের। এ দিকে ঘের দখল ও হামলা মারধরের ঘটনা প্রসঙ্গে সুবেশ ঢালী অভিযোগ করেন-ভুলে রেকর্ড হওয়া জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষরা জবরদখলের জন্য এ হামলা চালায়। তবে এ বিষয় জানতে চাইলে রেকর্ডিয় সূত্রে জমির মালিকানা দাবি করে অমিত কুমার মন্ডল জানান, এ বিষয় নিয়ে কয়েক দফায় সালিশ বৈঠক হয়েছে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সব কিছু জানেন। ঘটনার পর পরই চিংড়ি ঘের এলাকা পরিদর্শন করে মোংলা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ফিরে মোংলা থানার এস আই লিটন বিশ্বাস জানান, চিংড়ি ঘেরটিতে দুপুরে একদল লোক অবস্থান ও দখল নেয়ার চেষ্টা করে। তবে দখলকারীদের কাউকে ঘেরটিতে পাওয়া যায়নি। এ ছাড়া হামলা ও মারধরের ঘটনা স্বীকার করে তিনি আরও বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।