কপিলমুনির করোনা জয়ী সাংবাদিক দম্পত্তিকে অভিনন্দন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার করোনা আক্রান্ত চিকিৎসকের বাসায় ফলমুল পৌঁছে দিয়ে এবং প্রথম করোনা জয়ী সাংবাদিক দম্পত্তিকে অভিনন্দন জাানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী ও নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আগড়ঘাটা উপ-স্বাস্থকেন্দ্রের চিকিৎসক অরুপ রতন অধিকারীর বাসায় গিয়ে বিভিন্ন ধরনের পুষ্টিকর ফলমুল পৌঁছে দেন। পরে উপজেলার প্রথম করোনামুক্ত সাংবাদিক তপন পালের কপিলমুনিস্থ বাড়িতে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তপন পাল ও তার স্ত্রী তৃপ্তি পালকে ফুল দিয়ে অভিনন্দন জানান চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী ও ইউএনও জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ ও পাইকগাছা প্রেস কাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ। উল্লেখ্য, সাংবাদিক তপন পাল দম্পত্তি করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ খবর নেন ইউএনও জুলিয়া সুকায়না।