চৌগাছায় ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ২০ প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ ল ৭৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ২০ প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল। এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। যারা হুইল চেয়ার পেলেন, ছায়রা খাতুন, মোশারেফ হোসেন, গৌতম কুমার, আনিছুর রহমান,রোজিনা খাতুন, আব্দুস সাত্তার, বিশারত আলী, জমিরন নেছা, মঈনুর রহমান, তুহিন হোসেন, শাওন, তুষার, খাইরুল ইসলাম, কুদরত আলী, ছায়াতন নেছা,আয়াতন নেছা, আনোয়ারা খাতুন ও চ¤পা খাতুন।