মোল্লাহাটে বসতঘর থেকে পরিবারকে বের করে দিয়ে দখলের চেষ্টা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে বসতঘর থেকে পরিবারের সদস্যদের বের করে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দেড়বোয়ালিয়া গ্রামের মাসুম মোল্লার স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে প্রতিপক্ষ মুরাদ মোল্লা দখলের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ আসলে প্রতিপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
মাসুম মোল্লা জানান, সকালে ব্যক্তিগত কাজে বাগেরহাট জেলা সদরে গেলে প্রতিপক্ষ মুরাদ মোল্লা আমার স্ত্রী ও সন্তানদের ঘর থেকে জোরপূর্বক টেনে হেঁচড়ে বের করে দিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন। এ ঘটনা থানায় জানানো হলে পুলিশ আসলে তারা চলে যান। যাবার সময় আমাদের পরিবারকে হত্যার হুমকি দেন। তিনি আরও জানান, ২০১৫ সালে ১৫ শতক জমি মুরাদ মোল্লার কাছ থেকে ৭ লাখ টাকা দিয়ে বায়না রেজিস্ট্রি করা হয়। এরপর থেকে ওই জমিতে ঘর বেঁধে বসবাস করছি। কিন্তু তারা জমি দলিল করে না দিয়ে ওই জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দেয় এবং হামলা করে। এ নিয়ে আদালতে মামলা চলছে। এ বিষয়ে মুরাদ মোল্লা বলেন, মাসুম মোল্লা জমির সম্পূর্ণ টাকা পরিশোধ না করে কবলা দলিল করার জন্য চাপ প্রয়োগ করেন। মোল্লাহাট থানার ওসি (তদন্ত) জগদিশ বলেন, মাসুম ও মুরাদ মোল্লা একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের ঘরে তুলে দিয়েছি।