ঝিকরগাছায় অ্যালকোহল পানে ৬ জন মৃত্যর ঘটনায় বিক্রেতা মিন্টু গ্রেফতার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা থানা পুলিশ বিষাক্ত অ্যালকোহল বিক্রেতা মিন্টু সর্দারকে (৫০) গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে তাকে উপজেলার বাঁকড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মিন্টু সর্দার উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের জলিল সর্দারের ছেলে। মিন্টু সর্দারের কাছ থেকে বিষাক্ত অ্যালকোহল কিনে পান করে গত ১৫ ও ১৬ জুন ৬ জন মারা যান। এর পর থেকে মিন্টু সর্দারকে আটকে পুলিশ তৎপর হয়ে ওঠে। অবশেষে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিন্টু সর্দারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের পর মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ৬ লিটার অ্যালকোহল জব্দ করা হয়। মিন্টু সর্দারের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।