করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৯ জনের মৃত্যু হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দুজন হলেন— সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুস্তুম আলী (৭০) ও তালা উপজেলার শাকদাহ গ্রামের সামছুদ্দিন সরদারের ছেলে ইউনুস আলী (৪২)। মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গেলো বৃহস্পতিবার (১৮ জুন) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ইউনুছ আলী (৪২)। গত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার (২১ জুন) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন রুস্তুম আলী (৭০)। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। মৃত দুই জনেরই নমুনা সংগ্রহ করে বাড়ি লকডাউন করা হয়েছে।