অর্থ-মানবপাচারে জড়িত এমপিদের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান

0

লোকসমাজ ডেস্ক॥ অর্থ পাচার, মানব পাচার, নারী কেলেঙ্কারিতে জড়িত সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। পাশাপাশি এ ধরনের গুরুতর অপরাধে যুক্ত সংসদ সদস্যদের সম্পর্কে সংসদীয় দলের নেতাকে জাতির সামনে ব্যাখ্যা দেয়ারও দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ জুন) সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম বলেন, ‘বর্তমান সংসদে সংসদ সদস্যদের মধ্যে অনেকে আইন তৈরির কাজে ব্যস্ত না থেকে অসামাজিক ও অর্থনৈতিক অপরাধের যুক্ত হচ্ছেন।এসব এমপিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি শুধুমাত্র কাগজে কলমে নিজেদেরকে নিরপরাধ দেখানোর চেষ্টা করে, তবে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। তাই সংসদীয় দলের নেতাকে নিজের ঘর থেকে দুর্নীতিবাজ-অপরাধীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সংসদীয় দলের নেতা এসব চিহ্নিত অপরাধী-দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হন ও সংসদীয় দলের নেতা যদি এসব দুর্নীতিবাজ সংসদ সদস্যদের ত্যাগ না করে দুর্নীতিবাজদের আঁকড়ে ধরেন, তবে জনগণ একদিন বর্তমান সংসদীয় দলের নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।’