মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের বিরোধ

0

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেহোট) ॥ মোরেলগঞ্জ উপজেলায় একটি মৎস্য ঘের নিয়ে দুই পক্ষে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। এক পক্ষ শনিরজোড় গ্রামের হাজী আমজাদ হোসেন হাওলাদার এর ছেলে তাসনিন আলম রিয়াজ গং। অন্য পক্ষ ডেউয়াতলা গ্রামের মৃত গোলাম গফুর গাজীর ছেলে মহর আলী গাজী গং। রিয়াজ গং ২২ একর জমিতে আগে থেকে ঘের করে আসছে। ২০১৩ মহর আলী গাজী মিথ্যা মামলা দিয়ে জোর করে ঘের দখল করে নেয়। বিভিন্ন সময় ওই ঘের নিয়ে মাছ লুট, মারধর, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
রিয়াজ গং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বরাবরে লিখিত আবেদন করেন। তার প্রেক্ষিতে মোরেলগঞ্জ থানা প্রশাসন গত ৮জুন সতর্কীকরণ নোটিশ দেয়। মহর আলী গাজী গত ১৬ জুন কিছু প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে একটি প্রতিবেদন করান। তার মাত্র ২দিন পরে গত ১৯ জুন মোরেলগঞ্জ প্রেস কাবে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন মহর আলী গাজী। ফলে নতুন করে ঘেরের পরিবেশ অশান্ত হয়ে উঠে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় ঘটতে পারে নতুন কোনো দুঘটনা। মহর আলী গাজীর উস্কানিতে ঘেরের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। নতুন করে কোনো অঘটন ঘটার আগে এলাকাবাসী কাগজপত্র দেখে সঠিক মালিকদের কাছে ঘের বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।