মহেশপুরে চাষ করতে যাওয়ার সময় হালের গরু ছিনতাই

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলদাড়ি মাঠে চাষ করতে যাওয়ার সময় গরু ছিনতাই হয়েছে। সোমবার সকালে জীবননগর-কালীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সন্নিকটে কৃষককে বেঁধে রেখে হালের গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, সোমবার সকালে কাকিলাদাড়ি গ্রামের কুড়োন মন্ডলের ছেলে আসাদুল ইসলাম তার হালের গরু নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছিলেন। পথে পুলিশ বক্সের কাছে পৌঁছলে ৬/৭ জন তাকে বেঁধে রেখে গরু ছিনতাই করে। পাওয়ার ট্রিলারে গরু তোলার সময় একটি ছুটে গেলেও অন্যটি নিয়ে যায় দৃর্বৃত্তরা। এদিকে রবিবার দিনগত রাতে কৃঞ্চচন্দ্রপুর গ্রামের মৃত আকরাম ব্যাপারির ছেলে আনসার আলীর প্রায় একলাখ টাকার একটি হালের বলদ চুরি হয়েছে। একই রাতে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে মাবুদের ৪ টি এবং মৃত লোকমানের ছেলে ফকির মোহাম্মদের একটি গরু চুরি হয়ে যায়। এ সময় মালিকপক্ষ টের পেয়ে লোকজন নিয়ে চোরদের ধাওয়া করলে তারা গরু ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গরু ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা হবে।