সাতক্ষীরায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এমপিওভুক্ত বেসরকারি কলেজে কর্মরত ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। সোমবার সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক মো. আনারুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৮ বছর “জনবল কাঠামো এমপিও নীতিমালার” অন্তর্ভুক্ত না থাকার কারণে আমরা সরকারি অথবা বিশ্ববিদ্যালয় থেকে কোন আর্থিক সুবিধা পাইনা। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শিক্ষক হিসেবে আমাদের নিয়োগ দিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বেতন-ভাতার দায়িত্ব গ্রহণ করে না। এছাড়া যাতায়াত ও পোশাক-পরিচ্ছন্ন বাবদ কলেজ থেকে মাসিক ২ থেকে ৮ হাজার টাকা (কলেজ ভেদে) সম্মানী হিসেবে আমাদের দেয়া হতো। ঢাকা শহরের কয়েকটি কলেজ বাদে সারা দেশে ২ মাস থেকে একবছর পর্যন্ত তা বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফলে করোনা ভাইরাসের কারণে শিক্ষকদের বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাযাপন করাসহ পরিবারের ভরণপোষণ করা একেবারেই সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উপজেলা পর্যায়ে একটি করে কলেজ সরকারিকরণ করায় ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের প্রায় ৩ হাজার শিক্ষক কর্মচারী সরকারি আত্মীকরণের প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় জনবল কাঠামোও এমপিও নীতিমালায় আমাদের সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির জন্য বাৎসরিক ১৪৬ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ প্রয়োজন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এমপিওভুক্ত বেসরকারি কলেজে কর্মরত ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক পবিত্র কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, সিনিয়র সহ-সভাপতি গৌতম কুমার মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মিহির কুমার মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আদিত্য মন্ডল।