হোটেল শ্রমিকদের প্রণোদনার দাবিতে সমাবেশ, স্মারকলিপি

0

করোনা ভাইরাসের বিপর্যয় থেকে হোটেল শ্রমিক ও শিল্প বাঁচাতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের প থেকে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি দেওয়া হয়েছে। হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, কাজ, খাদ্য ও সুচিকিৎসার নিশ্চয়তার দাবিতে সারাদেশব্যাপী সমাবেশের অংশ হিসেবে যশোর প্রেস কাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার বেলা ১১ টার দিকে প্রেস কাব যশোরের সামনে মুজিবর রহমান মহারাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, সহ-সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর, দফতর সম্পাদক কামরুজ্জামান রাজেস, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন ও প্রচার সম্পাদক আতিকুর রহমান জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের অন্যান্য শ্রমিক সেক্টরের মতো হোটেল সেক্টরে শ্রমিকরাও বিপর্যস্ত। ৩০ লাধিক কর্মরত শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল রয়েছে তাদের পরিবারসমূহ। ফলে প্রত্য-পরোভাবে এ খাতের ওপর নির্ভরশীল হয়ে জীবন-জীবিকা নির্বাহ করছে দেশের মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ। অথচ এ খাতের মালিকদের শুধু মুনাফা কেন্দ্রিক চিন্তা-ভাবনা এবং শ্রমিকদের দায়িত্ব গ্রহণ না করার মানসিকতার কারণে এ সেক্টরে কর্মরত শ্রমিকদের জীবন-যাপন আজ অনিশ্চয়তায় পড়ে গেছে। করোনা প্রাদুর্ভাবের শুরুতেই দেশের হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে এ খাতের কর্মরত শ্রমিকরা। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে হোটেল মালিকরা শ্রমিকদের মজুরিসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান বন্ধ করে দেয়। বক্তারা আরও বলেন, এ অবস্থায় হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য জরুরিভাবে সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চয়তাসহ নিয়মিত ত্রাণ, প্রণোদনা ও রেশনিং-এর ব্যবস্থা গ্রহণ আবশ্যিক প্রয়োজন। নেতৃবৃন্দ বাংলাদেশের শ্রমিক-কর্মচারীদের করোনা ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত হোটেল শ্রমিকদের বেতন সরকারিভাবে ১০০% পরিশোধ করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি