পাইকগাছায় জলাশয় ইজারা নিয়ে বিপাকে

0

পাইকগাছা (খুলনা) সংবাদাতা ॥ খুলনার পাইকগাছায় বদ্ধ জলাশয় ইজারা নিয়ে বিপাকে পড়েছেন ইজারাদার। জলমহল থেকে ইজারাদারকে উচ্ছেদ করতে কর্মচারীদের ওপর অত্যাচার ও জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, উপজেলার হোল্ডিং-৩৬, মৌখালী-ঢেমশাখালী মৌজার ১৬.৪ একর জলমহল রয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৪ মে আশরাফুল ইসলাম সবুজকে খাস আদায়ে ইজারা প্রদান করা হয়। গত ১৯ জুন সংশ্লিষ্ট তহশীলদার ও কানুনগো ঢোল সুরতের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝে দেন। যার দেখাশুনার দায়িত্ব পান স্থানীয় হারুন সানা ও রব সানা। কিন্তু পূর্বের দখলদার সামছুর রহমান সানা ও মহিরুদ্দীন গাজীর ওই জলমহল বেদখল হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ঘেরের কর্মচারীদের জানমালের ক্ষয়ক্ষতির হুমকি-ধামকি দেয়ায় রব সানা ও হারুন সানা বাদী হয়ে মহিরুদ্দীন গাজী ও সামছুর রহমানসহ ৪ জনের নামে সোমবার পাইকগাছা থানায় পৃথক ২টি জিডি করেছেন। ওসি এজাজ শফী জানান, জিডি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।