আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সোমবার এশিয়া অঞ্চলে লেনদেন শুরু হতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৫০ ডলার ছাড়িয়ে যায়। স্বর্ণের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে দ্বিতীয় অর্ধেও। এশিয়ার পর ইউরোপের বাজারে দিনের শুরুতে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৬০ ডলার ছাড়িয়ে গেছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ফেব্রুয়ারি- মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। সোমবার দাম বাড়ার প্রেক্ষিতে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে দুই শতাংশের ওপরে। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।
তবে মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। মার্চে দরপতন হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। হু হু করে দাম বেড়ে মে মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৪৮ ডলারে উঠে যায়। এরপর ছোট খাটো উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। গত সপ্তাহ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১৭৪৩ ডলারে উঠে। এতে বছরের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ে ২৩ শতাংশ। অবশ্য মাসের ব্যবধানে স্বর্ণের দাম দশমিক ২৯ শতাংশ কম থাকে। আর সোমবার এশিয়া অঞ্চলের বাজারে লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১৭৫২ ডলারে উঠে। এতে সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৫৮ শতাংশ এবং মাসের ব্যবধানে ১ দশমিক ৩৪ শতাংশ বাড়ে স্বর্ণের দাম। বছরের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ে ২৩ দশমিক ৪৮ শতাংশ। সকালের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে দ্বিতীয় অংশেও। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ১৭৬২ ডলারে উঠেছে। এতে এক দিনেই স্বর্ণের দাম বাড়ল ১ দশমিক ১০ শতাংশ। আর সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ১৪ শতাংশ এবং মাসের ব্যবধানে ১ দশমিক ৯০ শতাংশ দাম বাড়ল। এতে বছরের ব্যবধানে দাম বাড়ল ২৪ দশমিক ১৬ শতাংশ।