রাশিয়ান লিগে একইসঙ্গে ফুটবল ও করোনার ‘খেলা’

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে তিনমাস বন্ধ ছিল রাশিয়ান প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু আবার শুরু হতেই দেখা গেল ফুটবল অঙ্গন পুরোপুরি করোনামুক্ত নয়। খেলা চলছে, করোনাও থামেনি! ডায়নামো মস্কোর তিনজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় এফসি ক্রাসনোদারের সঙ্গে তাদের রবিবারের ম্যাচটি স্থগিত হয়ে গেছে। শনিবার অনুশীলনের আগে পরীক্ষা করা হয় খেলোয়াড়দের, তাতে ফরোয়ার্ড ক্লিনটন এনজাই এবং মিডফিল্ডার চার্লস কাবোর ও সেবাস্তিয়ান সাইমানস্কি রিপোর্ট পজিটিভ এসেছে। তবে খেলোয়াড় ও কোচিং স্টাফসহ গোটা দলকেই অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে আইসোলেশনে। ক্রাসনোদারকে ম্যাচ স্থগিত রাখার অনুরোধ করলে তারা সম্মতি জানিয়েছে। এর আগে লিগ শুরুর প্রথম দিনেই দেখা দেয় করোনা-বিপত্তি। প্রথমেই ছিল সোচি ও রোস্তভের ম্যাচ। ফক্স স্পোর্টস জানিয়েছে, রোস্তভের পুরো সিনিয়র দলই আইসোলেশনে থাকায় তারা ম্যাচটি স্থগিত রাখার অনুরোধ রেখেছিল। সোচি রাজি হয়নি। অগত্যা জুনিয়র দল নামাতে বাধ্য হয় রোস্তভ, যে দলের গড় বয়স বড় জোর ১৭। যা হওয়ার তাই হয়েছে, ১৬ দলের লিগে ১০ নম্বরে থাকা সোচি ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে রোস্তভকে। শনিবার লিগের শীর্ষে থাকা জেনিত সেন্ট পিটার্সবার্গ ৪-০ গোলে হারিয়ে দিয়েছে সিএসকেএ মস্কোকে। শীর্ষস্থান আরও সংহত হয়েছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা লোকোমোটিভ মস্কোর সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টের। কিন্তু চ্যাম্পিয়নস লিগের তিনটি জায়গার জন্য লড়াইয়ের মীমাংসা হবে কী করে? ক্রাসনোদার রয়েছে পয়েন্ট টেবিলের তিনে, রোস্তভ চারে। রোস্তভ করোনাভাইরাসের কারণে ম্যাচ স্থগিত করতে চাইলেও সোচি তা মানেনি। আবার ক্রাসনোদার ডায়ানামো মস্কোর প্রতি সহানুভূতিশীল হয়ে রবিবারের ম্যাচ স্থগিত রেখেছে। আগের মাসেই জানা গিয়েছিল ডায়নামো মস্কোর একজন খেলোয়াড় ও একজন কোচ করোনায় আক্রান্ত।