মেসভাড়া মওকুফের দাবিতে যশোর পলিটেকনিক ছাত্রদলের স্মারকলিপি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালিন মেসভাড়া মওকুফের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর পলিটেকনিক কলেজ ছাত্রদল।
গতকাল রোববার দেয়া ওই স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী করোনা বিস্তার লাভের কারণে মানুষের জীবন ও জীবিকার ওপর অপ্রত্যাশিত হুমকি তৈরি করেছে। যে কারণে বর্তমানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যশোর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধিকাংশ শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মেস ও বাসাবাড়িতে ভাড়া থাকে। এদের মধ্যে শতকরা ৮০ ভাগই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তারা শহরে এসে টিউশন বা বিভিন্ন দোকানে সাময়িক কাজ করে মেস ও লেখাপড়ার খরচ নির্বাহ করে। মহামারী এই ক্রান্তিকালে কলেজ ও তাদের টিউশন বন্ধ থাকায় তারা নিজ বাড়িতে অবস্থান করছে। এই অবস্থার মধ্যেও অধিকাংশ মেস বা বাসা মালিক ভাড়া পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছে। নেতৃবৃন্দ সরকারের পক্ষ থেকে মেস বা বাসা মালিকদের প্রণোদনা প্রদানপূর্বক আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান, মেহেদী হাসান, মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, মিরাজ, পাপ্পু প্রমুখ।