মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল রোববার রাতে যশোর উপশহরস্থ শিশু হাসপাতালের সামনে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে এনামুল হক ইমু (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত এনামুল হক ইমু উপশহর বি-ব্লক ১০৯ নম্বর বাড়ির বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে। ইকবাল হোসেন জানান, রাত আটটার দিকে উপশহরস্থ শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিলো। এ সময় সেখানে উপস্থিত ছিলো তার ছেলে ইমু। সে মারামারি ঠেকাতে গিয়ে একজনকে চড় মারে। এরই মধ্যে যুবকদের একজন তার ছেলেকে পেটেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছেন। পরে স্থানীয় লোকজন ইমুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, তার দুই ছেলের মধ্যে ইমু ছোট। সে মাদ্রাসা থেকে মাস্টার্স পাশ করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টা ১০ মিনিটের দিকে গুরুতর জখম ইমুকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর রাত ৮টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কারা কীজন্যে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তা তারা জানতে পারেননি। তবে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।