চৌগাছায় শিশু সাকিবকে খুনের দায় স্বীকার আটক নানা বাদশা মিয়ার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের শিশু সাকিব হত্যার দায় স্বীকার করে রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন আটক বাদশা মিয়া। তিনি সম্পর্কে নিহত শিশুর নানা (বাদশা মিয়ার বোনের নাতি সাকিব)। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বাদশা মিয়া স্বরুপপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এর আগে এ হত্যার সাথে জড়িত ইমদাদুল হক ইন্তা নামে এক যুবক আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছিলেন। জবানবন্দিতে বাদশা মিয়া জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি তার বোনের নাতি সাকিবকে হত্যার পরিকল্পনা করেন। এরপর ১০ মে বিকেলে তিনিসহ তিনজন মিলে সাকিবকে বাড়ির পাশের ক্যানেলের পাড়ে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করা হয়। উল্লেখ্য, গত ১০ মে বিকেলে সাকিব স্বরুপপুরে নানির বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের ক্যানেলের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত সাকিবের একটি চোখ ওঠানো ছিল। এ ঘটনায় তার নানি ফাতেমা বেগম চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) এনামুল হক হত্যার সাথে জড়িত ইমদাদুল হক ইন্তা নামে এক যুবককে প্রথমে আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তিতে বাদশা মিয়াকে আটক করে পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।