বড়বাজারে মুন্না হত্যা মামলার আসামি রাকিব আটক, আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড়বাজার মাছবাজার এলাকায় শেখ ইমরান হোসেন মুন্না হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসী রাকিবকে (১৭) আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে শহরের মুড়লি এলাকা থেকে তাকে আটক করা হয়। হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি রাকিবকে পরে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে মুড়লি এলাকায় অভিযান চালিয়ে তিনি শেখ ইমরান হোসেন মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবকে আটক করেন। সে শহরের লোন অফিসপাড়ার আলমাসের ছেলে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে জবানবন্দিতে সে কী বলেছে তা বলতে পারেননি তদন্ত কর্মকর্তা। তিনি আরও জানান, রাকিব ধরা পড়ায় এ নিয়ে মুন্না হত্যা মামলার তিনজন আসামিকে আটক করা হলো। এর আগে দু’জন আসামিকে আটক করা হয়। এরা হচ্ছে-শহরের কাঠেরপুল এলাকার রনির ছেলে ছোট হৃদয় ও শহরতলীর শেখহাটির শহিদুলের ছেলে পলাশ। কিন্তু এজাহারভুক্ত আরেক আসামি শিমুলকে এখনো আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, বড়বাজার মাছবাজার এলাকার আবুল খায়েরের মাছের আড়ৎ কর্মচারী ছিলেন নিহত শেখ ইমরান হোসেন মুন্না। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিকেলে মাছবাজার এলাকার জনৈক আদমের চায়ের দোকানের সামনে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় তার চাচা শেখ রেজাউল ইসলাম রেজু সন্ত্রাসী শিমুল, পলাশ, রাকিব ও ছোট হৃদয়কে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।