খুলনায় ওসি প্রত্যাহার, ডা. রকিব হত্যা মামলা নিতে গড়িমসির অভিযোগ

0

খুলনা ব্যুরো ॥ খুলনা নগরীর রাইসা কিনিকের পরিচালক ও বাগেরহাট ম্যাটস’র অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খান হত্যা মামলা গ্রহণে গড়িমসি ও দায়িত্ব অবহেলার অভিযোগে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে খুলনা থানা থেকে প্রত্যাহার করে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশ লাইনে কোজ করা হয়েছে।
একই সঙ্গে নগরীর হরিণটানা থানার ওসি আশরাফুল আলমকে খুলনা থানার ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেএমপি’র দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মৃত রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়ে নগরীর রাইসা কিনিকের মালিক ডা. আব্দুর রকিব খান ১৬ জুন মারা যান। ঘটনার পরদিন থেকেই ওসি আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে ১৭ জুন কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। পরে ১৮ জুন সংবাদ সম্মেলন করে ওসিকে প্রত্যাহারসহ দোষীদের শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন খুলনা বিএমএ’র নেতারা। কেএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। হরিণটানার ওসি আশরাফ হোসেনকে খুলনা থানার ওসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, ডা. আব্দুর রকিব খান হত্যাকান্ডের ঘটনায় ১৭ জুন তার ভাই সাইফুল ইসলাম খুলনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন মো.কুদ্দুস, জমির শেখ, খাদিজা বেগম, আব্দুর রহিম, আবুল আলী ও গোলাম মোস্তফা। এর মধ্যে দোষ স্বীকার করে জবানবন্দি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তিন আসামি পুলিশ হেফাজতে আছে।