মহেশপুরে জমির মালিককে নির্মাণকাজে বাধা, হত্যার হুমকির অভিযোগ

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদাতা ॥ নিজের কেনা জমিতে ঘর নির্মাণে বাধা ও প্রাচীর ভেঙে প্রকাশ্য হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আবু তাহের ও আলমীর হোসেনের বিরুদ্ধে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর কুলবাগান গ্রামে এ ঘটনা ঘটে।জমির মালিক মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর কুলবাগান এলাকার কবির হোসেন। তিনি অভিযোগ করেন, ১৯৯৭ সালে তিনি রাস্তার পাশের ২শতক জমি কেনেন। নিয়ম অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে তিনি ওই জমিতে পাকা ঘর নির্মাণের জন্য ভিত তোলেন। ভিতের ওপর নির্মাণ কাজ করতে গেলে ওই এলাকার মৃত সামছুল হকের ছেলে আবু তাহের এবং আবু তাহেরের ছেলে আলমগীর হোসেন বাাধা দেয়।
বিষয়টি নিয়ে জমির মালিক কবির হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেন। ইউনিয়ন পরিষদ খতিয়ে দেখে কবির হোসেনের পক্ষে নির্মাণ কাজের অনুমতি দেন এবং অভিযুক্ত আবু তাহের গংকে ১৫শ টাকা জরিমানা করেন। কবির হোসেন আবারো ওই ভিতের ওপর নির্মাণ কাজ শুরু করলে রাতের অন্ধকারে ঘরের প্রাচীর ভেঙে দেয় আবু তাহের গং। কবির হোসেন অভিযোগ করেন আবু তাহের ও তার ছেলে আলমগীর হোসেন প্রকাশ্য হুমকি দিয়ে বলেছেন, ঘরের কাজ বন্ধ না করলে তাকে হত্যা করে তারা জেলে যেতে প্রস্তুত আছেন। বিষয়টি নিয়ে জমির মালিক কবির হোসেন মহেশপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ খান বলেন, বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।