যশোরে বিভিন্ন ইউনিয়নে উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

0

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন করতে মাঠে নেমেছেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। রবিবার বিকেলে তিনি উপজেলার নরেন্দ্রপুর, বসুন্দিয়া ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। একই সময় তিনি ওইসব এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এ সময় সংপ্তি বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, বর্তমান বৈশ্বিক দুর্যোগের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। যেকোনো পরিস্থিতিতে আমাদের সবাইকে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া বার বার সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। পরে তিনি বসুন্দিয়া ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান এবং সাধারণ মানুষেকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।