এমপিদের করোনা টেস্ট: ১৭০ জনকে চিঠি

0

লোকসমাজ ডেস্ক॥ সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য চিঠি দেয়া হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক ২৩শে জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন । এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। এ বিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী জানান, এই পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। জানা গেছে, শনিবার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল আরো ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৩, ২৪, ২৯ ও ৩০শে জুন সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। কার্যদিবসের ধারাবাহিকতায় যারা আগে বৈঠকে অংশ নেবেন তাদের নমুনা আগে সংগ্রহ করা হবে। এর আগে ১০ই জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এখন পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। প্রসঙ্গত, চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন এমন দু’জন এমপিসহ অন্তত ১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। সর্বশেষ শনিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার করোনা পজেটিভ হয়েছে। এর আগে সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। এতে প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী।