চালু করেও করোনায় আবার বন্ধ ফুটবল লিগ

0

লোকসমাজ ডেস্ক॥ ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেই ফুটবল ফিরেছিল ব্রাজিলে। পরিস্থিতি খারাপ হওয়াতে আবারও স্থগিত করা হয়েছে রিও ডি জেনেইরোর সব ধরনের পেশাদার ফুটবল লিগ।অথচ রিও ডি জেনেইরোর স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়েই দেশটিতে ফুটবল ফিরেছিল মাত্র তিন দিন আগে। কিন্তু শহরটির মেয়র মার্সেলো শনিবার নতুন করে সব ধরনের লিগ বন্ধের হুকুম জারি করেছেন। তিনি বলেছেন, এই সময়ে সব দলের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নতুন করে স্থগিতাদেশের ঘোষণা এলেও সেটি দেওয়া হয়েছে ৫ দিনের জন্য।
গত বৃহস্পতিবার মারাকানার দর্শকশূন্য স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্লামেঙ্গো-বাঙ্গু। তাতে ফ্লামেঙ্গো জয় পায় ৩-০ গোলে। এই ম্যাচ দিয়েই তিন মাস পর দক্ষিণ আমেরিকায় প্রথম কোনও পেশাদার ফুটবল ম্যাচ মাঠে গড়িয়েছিল। কিন্তু সম্প্রতি স্টেডিয়াম গেটের কাছে থাকা ফিল্ড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। তার পরেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। এর আগেই করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে লাতিন আমেরিকার দেশটিতে। ব্রাজিলে মৃত ছাড়িয়েছে ৫০ হাজার। এর মধ্যে রিও ডি জেনেইরোতেই মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ছাড়িয়েছে ১০ লাখ, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ!