এইচ ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ২ চিকিৎসক

0

স্টাফ রিপোর্টার ॥ হোমিওপ্যাথিক ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ১০৪ সদস্য বিশিষ্ট কমিটিতে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. রফিকুল ইসলাম রতন সহ-সভাপতি, ডা. মুনিরুজ্জামান জীবন দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এইচ ড্যাবের নেতৃবৃন্দ ২০ জুন শনিবার সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এইচ ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. শফিকুল আলম নাদিম, (সাবেক ভিপি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ) সিনিযর সহ-সভাপতি ডা. মজিবুল্লাহ মজিব, (সাবেক সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রদল) মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. একেএম জাকির হোসেন (সাবেক নির্বাচিত ভিপি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. গাজী নিজাম উদ্দিন (সাবেক জিএস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ) ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. কাসেমুর রহমান (সাবেক সভাপতি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রদল।