ক্যান্সার নির্ণয়ে যশোর মেডিকেল কলেজে ল্যাব স্থাপন

0

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সার রোগ নির্ণয় করার জন্য যশোর মেডিকেল কলেজে ‘হিস্টো প্যাথলজি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ এ ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এতোদিন যশোরে ক্যান্সার রোগ নির্ণয়ে কোন ল্যাব ছিল না। ক্যান্সার কিংবা অন্য জটিল রোগ নির্ণয়ের জন্যে রোগীর নমুনা পাঠাতে হতো ঢাকায়। ল্যাব না থাকার কারণে এ সমস্যা হতো।
অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন আহমেদ আরও বলেন, হিস্টো প্যাথলজি ল্যাব স্থাপনের মাধ্যমে যশোর থেকে এখন ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। এতে যশোরবাসী উপকৃত হবেন। এ সময় যশোর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইএনটি বিভাগের প্রধান ডা. মো. আক্তারুজ্জামান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. দীন-উল-ইসলাম, যশোর ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রি শেখর, যশোর বিএমএ-র সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।