অভয়নগরে আরো ১৫ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার শামছুদ্দীন শামীমসহ নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। তাছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নওয়াপাড়ার ব্যবসায়ী হাজী আনিসুর রহমানের নমুনায় মিলেছে করোনা পজিটিভ। শনিবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় অভয়নগর উপজেলায় সোনালী ব্যাংকের ম্যানেজারসহ নতুন করে ১৫ জনের শরীরে করোনা পজিটিভের রিপোর্ট মিলেছে। তাছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী হাজী আনিসুর রহমানের শরীর থেকে নেয়া নমুনায় পাওয়া গেছে করোনা পজিটিভ। সব মিলিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জন। এর মধ্যে করোনার ছোবলে মারা গেছেন ২ জন। করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১০ জন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আহম্মেদ ফয়সাল পাভেল জানান, মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলায় দিনদিন করোনা আতঙ্কের সংখ্যা বেড়ে চলেছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে.এম রফিকুল ইসলাম জানান, উপজেলায় করোনা সংক্রমণ এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনারোধকল্পে এ উপজেলায় বসবাসরত জনগণকে আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।