খুলনায় করোনায় একজনের মৃত্যু

0

খুলনা সংবাদদাতা॥ খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গণেশচন্দ্র বণিক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল পৌনে ১০টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান। মৃত গণেশচন্দ্র খুলনা মহানগরীর বড়ো মির্জাপুর ( ইউসুফ রো) রোডের বাসিন্দা মৃত চিত্ত রঞ্জণ দত্তের ছেলে। আরএমও ডা. মিজানুর রহমান জানান, করোনা আক্রান্ত গণেশচন্দ্র শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌঁনে ১০টায় তার মৃত্যু হয়। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় গণেশচন্দ্র বণিকসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১০জনের মৃত্যু হয়েছে।