দর্শনা থানার ৬ পুলিশ সদস্য করোনা মুক্ত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয় পুলিশ সদস্য করোনা মুক্ত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হানসান এ তথ্য নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে করোনামুক্ত ছয় পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর করোনাকালীন এই সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানিয়ে তাদের হাতে করোনামুক্ত ছাড়পত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত ৬ জুন দর্শনা থানার তিন এসআইসহ ছয় পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদেরকে ওই দিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে ভর্তি করা হয়।