মানুষের কল্যাণে যশোর সেনানিবাস

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ বিশ্ব আজ স্তব্ধ। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। করোনার কারণে চরম বিপাকে পড়া কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিতে সেনা সদস্যরা বাড়ি বাড়ি ছুটছেন। জনসমাগম পরিহার করে নিজেদের রেশনের চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর একটি অংশ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন তারা। এজন্য কখনো কখনো তাদেরকে পাড়ী দিতে হচ্ছে দুর্গম এলাকাও। এছাড়াও বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যাদের হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকার কথা তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন। সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা। এছাড়াও প্রান্তিক অঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন ফ্রি চিকিৎসা সেবা। অন্যদিকে ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতে পাশাপাশি বেড়িবাঁধ নির্মানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়া পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবাসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।