যশোরে কিশোরী অপহরণ মামলায় কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর দক্ষিণপাড়ার তন্নী খাতুন (১৩) নামে এক কিশোরীকে অপহরণের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রামনগর স্কুল অ্যান্ড ইউনিটি লার্নিং পয়েন্টস কোচিং সেন্টারের শিক্ষক লালন হোসেনসহ ৩ জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দাখিল করেন কোতয়ালি থানার এস আই মাইনুল আহসান। অভিযুক্ত লালন হোসেন রামনগর পুকুরকুল সরদারপাড়ার রাজ্জাক খন্দকারের ছেলে বর্তমানে রাজারহাটের বাসিন্দা। অপর দুই অভিযুক্ত হচ্ছেন রামনগর পুকুরকুল সরদারপাড়ার সাখাওয়াত ওরফে সাকা হাওলাদারের দুই ছেলে আসাদ হোসেন ও আহাদ আলী। মামলা সূত্রে জানা যায়, রামনগর দণিপাড়ার বাসিন্দা ডাবলু মোল্লার মেয়ে তন্নী খাতুন স্থানীয় নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। কিন্তু বিবাহিত সত্ত্বেও তাকে উত্যক্ত করতেন রামনগর স্কুল অ্যান্ড ইউনিটি লার্নিং পয়েন্টস কোচিং সেন্টারের শিক লালন হোসেন। তন্নী খাতুনকে বিয়ের প্রস্তাবও দেয়া হয়েছিল। ২০১৯ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে কিশোরী তন্নী খাতুন রামনগরে চাচা আব্দুল মজিদ মোল্লার বাড়িতে যাচ্ছিল। পথে উল্লিখিত অভিযুক্তরা তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর পিতা ডাবলু মোল্লা কোতয়ালি থানায় অপহরণ মামলা করেন।