ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের হাতে আটক যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনকে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির দুটি মামলায় গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। তার বন্ধু রিপন সরকারকেও একই মামলায় আদালতে সোপর্দ করা হয়। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ জুন রাতে ঝিকরগাছা উপজেলার লাউজানি বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন ও তার বন্ধু রিপন সরদারকে ‘র‌্যাব পরিচয়ে’ তুলে নিয়ে যান সাদা পোশাকের লোকজন। সেই থেকে তারা নিখোঁজ ছিলেন। ইব্রাহিম হোসেনের কোন সন্ধান না পাওয়ায় তার মা নূরজাহান বেগম ১৬ জুন এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করেন। পুলিশ জিডির প্রেক্ষিতে তার সন্ধানে তৎপর হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর গত বৃহস্পতিবার বিকেলে খুলনার র‌্যাব সদস্যরা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন ও তার বন্ধু রিপন সরদারকে মনিরামপুর থানায় সোপর্দ করেন। র‌্যাবের পক্ষ থেকে এ সময় থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে আলাদা দুটি মামলা করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, আটক ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন ও তার বন্ধু রিপন সরদারকে উল্লিখিত দুটি মামলায় শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে মনিরামপুর থানার পুলিশ। এ সময় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।