কেশবপুরে লাল ফিতা দিয়ে এলাকা লকডাউন

0

স্টাফ রিপোর্টার, (কেশবপুর) যশোর ॥ যশোরের কেশবপুরে লাল ফিতা দিয়ে রেডজোন এলাকা চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার নেতৃত্বে শুক্রবার লাল ফিতা দিয়ে রেডজোন এলাকাসমূহ চিহ্নিত করা হয়।
কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপজেলা ভূমি অফিস থেকে কালী মন্দির হয়ে অনন্ত সড়ক, সাহাপাড়া, সানাপট্টি, গমপট্টি, পাঁজিয়া সড়কের পুরাতন ব্রিজ, মেহের মার্কেট, সাব রেজিস্ট্রি অফিস হতে অনন্ত সড়ক, পিনুর মোড় হতে নোনা মেটেলের মসজিদ, পুরাতন পাম্পের পিছন হতে ¯ুইসগেট, খ্রিস্টান মিশন হতে ভবানীপুর, হেলথকেয়ার’র পরবর্তী বাড়ি থেকে উত্তর দিকের রবিউলের বাড়ি পর্যন্ত লাল ফিতা দিয়ে রেডজোন চিহ্নিত করা হয়েছে।