দৈনিক যশোর’র ব্যবস্থাপনা সম্পাদক আলী মোর্তজার পিতার ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যশোরের ব্যবস্থাপনা সম্পাদক আলী মোর্তজার পিতা মো. দলিল উদ্দিন বিশ^াস ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের পাকেরগাতী গ্রামে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পাবিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে আলী মোর্তজার পিতা দলিল উদ্দিন বিশ^াসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক যশোর’র প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম, বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেলসহ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীবৃন্দ। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।