বাঘারপাড়া মহিলাদলের সভানেত্রী মদিনা বেগমের বাবার মৃত্যু # নেতৃবৃন্দের গভীর শোক

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী মহিলা দল যশোর বাঘারপাড়া উপজেলা শাখার সভানেত্রী মদিনা বেগমের বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক আব্দুল গনি (৮৩) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পর এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে স্থাণীয় প্রশাসন। তিনি স্থানীয় জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে মো. সাজেদুর রহমান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব হিসেবে বর্তমানে কর্মরত আছেন। শুক্রবার বাদজুমা যাদবপুর ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনু্িষ্ঠত হয়। এর আগে বাঘারপাড়া উপজেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করে এ বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতসহ পুলিশের চৌকস দল।
যাদবপুর ঈদগাহের জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুর রাজ্জাক, বাঘারপাড়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালেক, জহুরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আলতাফ হোসেন, সরোয়ার হোসেন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। বাঘারপাড়ায় নামাজে জানাজা শেষে বাদআসর ঝিনাইদহের দিঘারপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মহিলাদলের নেত্রী মদিনা বেগমের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অনুরুপ শোক জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন মহিলাদলের নেত্রী হাসিনা ইউসুফ, ফেরদৌসী বেগম, রাশিদা রহমান, জোসনা আলীম ও শামসুন্নাহার পান্না।