সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্য ও দুই ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন ) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় নতুন করে দুই পুলিশ সদস্য ও দুই ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই ব্যাংক কর্মকর্তা ইসলামী ব্যাংকে চাকুরিরত আছেন। ইতোমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশেপাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। ডা. জয়ন্ত সরকার আরও জানান, এ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জেলায় এই প্রথম পুলিশের দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তারা এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদ আছেন।