মীর কাসেম আলীকে জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জামায়াতের

0

লোকসমাজ ডেস্ক॥ একটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনে বৃহস্পতিবার প্রকাশিত ‘মীর কাসেম আলীর কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন পাপলু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মো: মতিউর রহমান আকন্দ।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর সাথে সাংসদ পাপলুর ‘গোপন ব্যবসায়িক কারবার ছিল’ মর্মে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা পুরেপুরি মিথ্যা। এটি পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারের আবিষ্কার। মীর কাসেম আলীর সাথে সাংসদ পাপলুর কী ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল সে সম্পর্কে সংশ্লিষ্ট রিপোর্টে কিছুই বলা হয়নি। মূলত দেশের মানুষের নিকট হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই এখানে মীর কাসেম আলীর নাম জড়ানো হয়েছে। তিনি বলেন, মীর কাসেম আলীর কারো সাথে কোনো ধরনের গোপন কারবার বা ব্যবসা ছিল না। তিনি যে সকল ব্যবসা পরিচালনা করেছেন সবই প্রকাশ্যে। দেশ ও দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন তার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।