কামাল লোহানী করোনায় আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ সাংবা‌দিক ও সাংস্কৃ‌তিক ব্য‌ক্তিত্ব কামাল লোহানী হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (১৯ জুন) সকালে তার ছেলে সাগর লোহানী বলেন, কয়েকদিন ধরে বাবার শরীরে জ্বর ছিল। পরে ক‌রোনার নমুনা পরীক্ষা করা হলে রি‌পোর্ট পজিটিভ আসে।তিনি বলেন, দীর্ঘদিন থে‌কে বাবা বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। তার উন্নত চিকিৎসা দরকার।সাগর লোহানী সবার সহ‌যো‌গিতা ও দোয়া কামনা করেছেন।
বুধবার (১৭ জুন) সকা‌লে কামাল লোহানী‌কে রাজধানীর হেলথ অ‌্যান্ড হোপ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতালে ভ‌র্তি ছিলেন।