অস্ত্র ও ডাকাতি মামলায় মনিরামপুর থানায় সোপর্দ: নিখোঁজের ৬দিন পর ছাত্রদল নেতা ইব্রাহিম উদ্ধার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অপহৃত ইব্রাহিম হোসেন এবং রিপন সরদার নামে অপর এক যুবককে অস্ত্রসহ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার রাত দেড়টার দিকে উপজেলার চিনাটোলায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি ওয়ানশুটারগান এবং একটি রামদাসহ ইব্রাহিম এবং রিপনকে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদি অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দুটি মামলা করে। ইব্রাহিম যশোর সদর উপজেলার তেঘরি গ্রামের মাহাবুর রহমানের ছেলে এবং রিপন বড়মেঘলা গ্রামের নূর হোসেনের ছেলে।


মনিরামপুর থানার ডিউটি অফিসার এসআই আজাদ জানান, র‌্যাব-৬ খুলনা কোম্পানী ষ্পেশাল কমান্ডের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদারের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে বুধবার রাতে মনিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামের জনৈক আসাদের বাড়ির পাশের বাগানে বসে ডাকাতির প্রস্তুতি চলছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে রাত দেড় টার দিকে এক রাউন্ড গুলিভর্তি একটি ওয়ান শুটারগান এবং একটি রাম দা সহ আটক করে ইব্রাহিম হোসেন এবং রিপন সরদারকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব তাদেরকে মনিরামপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদার বাদি হয়ে অস্ত্র এবং ডাকাতি আইনে পৃথক দুইটি মামলা করেন। ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ইব্রাহিম এবং রিপনকে আদালতে চালান দেয়া হবে। উল্লেখ্য যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেনকে ১৩ জুন ঝিকরগাছার লাউজানি বাজার থেকে র‌্যাবের পরিচয়ে অপহরন হয়। এ ঘটনার প্রতিবাদে এবং তার সন্ধ্যানের দাবিতে ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।