শৈলকুপার বাসিন্দা করোনায় ঢাকায় মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা সবুর মন্ডল (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবুর মন্ডল ঢাকায় সোনালী ব্যাংকের সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে। তার স্ত্রীসহ দুই ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত। পারিবারিক সুত্রে জানা গেছে গত ৭ জুন তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ আসার পর মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয়স্বজন। উল্লেখ্য এই নিয়ে ঝিনাইদহের বাসিন্দা এমন ৬ জন ব্যাক্তি করোনায় মৃত্যুবরণ করলো। এদের মধ্যে ৪ জন ঢাকায় ও ২ জন ঝিনাইদহে মারা গেছেন। এরা হলেন শৈলকুপায় সবুর মন্ডল, কবিরপুরের গোপাল কৃষ্ণ সাহা, হরিণাকুন্ডুর জোড়াদহ গ্রামের শরিফুল, হরিশপুরের জয়নুল আবেদিন ও তার ভাই খয়বার আলী এবং ঢাকার বেসরকারী ব্যাংকের কর্মকর্তা কালীগঞ্জের কুল্যাপাড়া গ্রামের ফয়েজ উদ্দীন।