দূর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী করোনা এবং সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় দীক্ষিত হয়ে অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সরকারী নির্দেশনা বাস্তবায়নে করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী। প্রাণঘাতী এই সংক্রমণ থেকে মুক্তি পেতে করণীয় বিষয় সম্পর্কে জনগণকে ক্রমাগত মনোস্তাত্ত্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে। পাশাপাশি সকল সুবিধা বঞ্চিত মানুষদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রশদ পৌঁছে দিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে সবসময় মুখে মাস্ক ব্যবহার, প্রয়োজনীয় ক্ষেত্রে হাতে গ্লাভস ব্যবহার করতে পরামর্শ অব্যাহত রয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় গণপরিবহন চলাচল তদারকি, সচেতনতামূলক মাইকিং কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।