যশোরে যৌতুকের দাবিতে দুই নারীকে নির্যাতনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের টাকা না পেয়ে দুজন নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাছলিমা বেগম (২৬) ও তানিয়া খাতুন তিন্নি (২৬) নামে ওই দুই নারী গত বুধবার কোতয়ালি থানায় আলাদা মামলা করেছেন। তানিয়া খাতুন তিন্নি শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার মৃত সবুর শেখ বাবুর মেয়ে। তার অভিযোগ, ২০১২ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার রাজাপুর গ্রামের আমির আলীর ছেলে মারুফ হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী মারুফ হোসেন শ্বশুর আমির আলী, ভাসুর মেহেদী হাসান মধু ও শাশুড়ি হামিদা বেগমের পরামর্শে তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তিনি যৌতুকের টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়া হয়। ফলে মেয়ের সুখের কথা চিন্তা করে ২০১৯ সালের ২ এপ্রিল তিনি পিতার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামী মারুফ হোসেনকে দেন। এছাড়া বিভিন্ন সময় আরও ৩০ হাজার টাকা দেন। কিন্তু চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের সহায়তায় তার ওপর ফের নির্যাতন করতে থাকেন মারুফ হোসেন। এক পর্যায়ে গত ১ জুন বিকেল তিনটার দিকে তার কাছে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু তিনি টাকা এনে দিতে অস্বীকার করায় তার স্বামী তাকে বেধড়ক মারধর করতে থাকেন। তিনি অন্তঃসত্ত্বা জেনেও তাকে মারধর করা হয়। এমনকী পেটের সন্তান নষ্ট এবং তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তার স্বামী। এ সময় আশেপাশের লোকজন তাকে রক্ষার জন্য ছুটে আসেন। কিন্তু মারুফ হোসেন তাকে আটকে রাখেন। পরে এ খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, তানিয়া খাতুন তিন্নি তাকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন। অপর নির্যাতনের শিকার তাছলিমা বেগম শহরের রেলগেট পশ্চিমপাড়ার জামাল শেখের মেয়ে। তার অভিযোগ, ৯ বছর আগে বারান্দী মোল্লাপাড়া আমতলা খালপাড় এলাকার মৃত মাহফুজুর রহমানের ছেলে বরকতুল্লাহ খানের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তারা নীলগঞ্জ সাহাপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। কিন্তু বিয়ের পর তার স্বামী ২ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন শুরু করেন। ফলে মেয়ের সুখের কথা চিন্তা করে ২০১৯ সালের ৩ এপ্রিল বরকতুল্লাহ খানকে ১ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু ওই টাকা শেষ হয়ে যাওয়ার পর ফের বাকি ১ লাখ টাকা যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করতে থাকেন বরকতুল্লাহ খান। এক পর্যায়ে গত ২০ এপ্রিল দুপুরে দাবিকৃত যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে তাকে বেদম মারধর করেন তার স্বামী। তাকে ছুরিকাঘাতও করা হয়। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর আর নির্যাতন করবেন না এ মর্মে বরকতুল্লাহ খান স্থানীয় লোকজনের কাছে অঙ্গীকার করলে তিনি স্বামীর সংসার করতে থাকেন। কিন্তু কিছুদিন পর তালাক দেওয়ার হুমকি দিয়ে তাকে তার স্বামী বাসা থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তাছলিমা বেগম তার স্বামীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।