ঝিকরগাছার বাঁকড়া বাজার রেড জোন ঘোষণা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার ও তার পার্শ্ববর্তী এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পর বাঁকড়াকে রেড জোনের আওতায় আনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। এ ব্যাপারে গত বুধবার বিকেলে বাঁকড়া ইউনিয়ন পরিষদে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে ওই সিদ্ধান্ত গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এর আগে গত ১৫ জুন জেলা প্রশাসক ও সিভিল সার্জন ঝিকরগাছা পৌরসদরের ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেন। এরপর বুধবার বাঁকড়া বাজারকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা দেন তারা। রেড জোন ঘোষনার পরপরই বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই এলাকার নিয়ম-কানুন শতভাগ বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি রেড জোন এলাকার নিয়ন-কানুন সম্পর্কে সবাইকে অবহিত করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এম ছাঈদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, সকল ইউপি সদস্যসহ সুশীল সমাজ ও বাজার কমিটির নেতৃবৃন্দ।