করোনা শনাক্ত পল্লী বিদ্যুৎ কর্মচারী আত্মগোপনে

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এক কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত মোজাফফার আহমেদ (৬২) ওই অফিসের পিয়ন। তার বাড়ি খুলনার ফুলতলায়। তিনি বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। তবে রিপোর্ট পজেটিভ জানার পর আত্মগোপন করেছেন ওই কর্মচারী।  বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মতিয়ার রহমান জানান, গত চারদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোজাফফার আহমেদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। তবে এ খবর মোবাইল ফোনে জানতে পেরে মোজাফফার আহমেদ কর্মস্থল থেকে ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। করোনা আক্রান্ত মোজাফফার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। এদিকে খবরটি জানাজানির পর বাগআঁচড়া এলাকায় সাধারণ মানুষের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি মোজাফফার আহমেদের।