আরব লীগের কাছে ১০০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে ফিলিস্তিন

0

লোকসমাজ ডেস্ক॥ আরব লীগের কাছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে ফিলিস্তিন। বুধবার অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে এ আবেদন জানায়। মিশরে নিযুক্ত ফিলিস্তিনি দূত দিয়াব আল-লুহ সরাসরি আরব লীগের কাছে আবেদনপত্র হস্তান্তর করেন। তিনি একইসঙ্গে আরব লীগে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করছেন। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
ফিলিস্তিনে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দূরাবস্থা চলছে। এর প্রেক্ষিতে আল-লুহ বলেন, আমরা আরব লীগের অর্থ পরিষদে আবেদন জানিয়েছি যাতে তারা যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে সাহায্য করে। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে আরব রাষ্ট্রগুলোর উচিৎ ফিলিস্তিনকে সাহায্য করা। তাই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে অর্থ সাহায্য দেয়া শুরু করা উচিৎ আরব দেশগুলোর।।