কর্মজীবীদের জন্য সবচেয়ে খারাপ বাংলাদেশ: আইটিইউসি

0

লোকসমাজ ডেস্ক॥ কর্মজীবী মানুষদের জন্য পৃথিবীর ‘সবচেয়ে খারাপ’ দশটি দেশের তালিকায় শীর্ষস্থানে বাংলাদেশ। শ্রম অধিকারভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) থেকে বৃহস্পতিবার প্রকাশিত ২০২০ সালের তালিকায় এই তথ্য দেয়া হয়েছে। আইটিইউসি’র গ্লোবাল রাইটস ইনডেক্সে বাংলাদেশের গত এক বছরের পরিস্থিতির বিষয়ে এভাবে মন্তব্য করা হয়েছে, ‘বাংলাদেশের কর্মজীবী মানুষ গণহারে বরখাস্ত, গ্রেফতার এবং সহিসংতার শিকার হয়েছেন। গার্মেন্টস-খাতের কর্মীরা প্রায়ই পুলিশি শক্তির চরম বর্বরতার কবলে পড়েছেন।’ বাংলাদেশের কর্মীরা কর্মক্ষেত্রে কোনো মৌলিক অধিকার পান না বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। ব্রাসেলভিত্তিক সংগঠনটির এই তালিকায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালেও বাংলাদেশের নাম ছিল। প্রতিবেদনে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা শীর্ষ দশের তালিকায় বাকি দেশগুলো যথাক্রমে:ব্রাজিল, কলম্বিয়া, মিশর, হন্ডুরাস, ভারত, কাজাখস্তান, ফিলিপাইন, তুরস্ক এবং জিম্বাবুয়ে। দেশগুলোর মধ্যে মিশর, হন্ডুরাস, এবং ভারত নতুন দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট ১৪৪টি দেশের শ্রম অধিকার পরিস্থিতি মূল্যায়নের পর আইটিইউসি এই প্রতিবেদন প্রকাশ করেছে।