জ্বালানি তেল রফতানি ৮% কমাচ্ছে ইরাক

0

লোকসমাজ ডেস্ক॥ উত্তোলন ও সরবরাহ কমিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে বৈশ্বিক উদ্যোগ চলমান রয়েছে। ওপেক প্লাস জোটে এ উদ্যোগের প্রতি সাড়া দিয়ে চলতি মাসে জ্বালানি পণ্যটির রফতানি ৮ শতাংশ কমিয়ে আনতে যাচ্ছে ইরাক। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরাক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উত্তোলনকারী ও রফতানিকারক দেশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে ইরাক থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দৈনিক গড়ে তিন লাখ ব্যারেল কমতে পারে, যা দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত রফতানির ৮ শতাংশ।
বৈশ্বিক জ্বালানি তেল খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জুনের প্রথম ১৪ দিনে ইরাকের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন গড়ে ২৯ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। জ্বালানি পণ্যটির রফতানির এ পরিমাণ মে মাসে সম্মিলিত রফতানির তুলনায় দৈনিক গড়ে ১ লাখ ৭০ হাজার ব্যারেল কম।
ইরাকের বসরাভিত্তিক রফতানিকারকরা জানান, চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ইরাক থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি অনেকটাই কমে এসেছে। জুলাইয়েও জ্বালানি পণ্যটির রফতানি কমতির দিকে থাকতে পারে। মূলত ওপেক প্লাস জোটের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে লাগাম টেনেছে ইরাক। এর মধ্য দিয়ে জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধির আশা করছে দেশটি।