নাসিমকে নিয়ে কটূক্তি করা শিক্ষকের মুক্তি দাবি ববি হাজ্জাজের

0

লোকসমাজ ডেস্ক॥ প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজি জাহিদুর রহমানের মুক্তি দাবি করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এনডিএমের সাংগঠনিক এবং দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়ন নুরুজ্জামান হীরা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাত নিয়ে দেশের প্রতিটি সাধারণ নাগরিক উদ্বিগ্ন। আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নমুনা পরীক্ষা নিয়ে মানুষের ভোগান্তিরও শেষ নেই। হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীরা সেবা পাচ্ছে না। দেশের সিংহভাগ জেলায় নেই আইসিইউ সুবিধা। উপজেলা পর্যায়ে ন্যূনতম স্বাস্থ্যসেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। গতবছর বাজেটে স্বাস্থ্যখাতের মোট বরাদ্দের পুরোটা খরচ করা যায়নি অদক্ষতা আর অব্যবস্থাপনার কারণে। এ খাতে দুর্নীতি প্রাতিষ্ঠাতিক রূপ নিয়েছে। করোনার এই মহামারির মধ্যেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় নিয়ে তছরুপের খবরে আমরা আতংকিত এবং হতাশগ্রস্ত। বর্তমান প্রস্তাবিত বাজেটেও স্বাস্থ্যখাত নিয়ে সুনির্দিষ্ট রুপরেখা নেই। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি।করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়হীনতা এবং যথাযথ প্রস্তুতির ঘাটতি দিবালোকের মত স্পষ্ট।’ ববি হাজ্জাজ বলেন, এ অবস্থায় দেশের স্বাস্থ্যখাত এবং সাধারণ নাগরিকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে যখন দেশের রাজনৈতিক মহল ও সুশীল সমাজ সোচ্চার, তখন স্বাস্থ্যখাতের প্রতি ইঙ্গিত করে ফেসবুক স্ট্যাটাসের জন্য আরও একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা আমাদের গণতন্ত্র এবং বাক-স্বাধীনতার উপর নগ্ন আঘাত। তিনি বলেন, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যখাত নিয়ে নিজেদের স্বাধীন মতপ্রকাশের কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের একের পর এক গ্রেফতার বুঝিয়ে দিচ্ছে একদলীয় শাসনে বন্দী আমাদের গণতন্ত্র। আমরা অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজি জাহিদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করছি।’