মনিরামপুরে ৫ কৃষকের বাড়িতে চুরি

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরের কাশিপুর গ্রামে বুধবার রাতে তিন কৃষকের বাড়িতে তরল জাতীয় কোন চেতনানাশক পদার্থ দিয়ে সকলকে অচেতন করে অভিনব পন্থায় চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময় তিন বড়ি থেকে নগদ ৫৫ হাজার, স্বর্নালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। অন্যদিকে মনোহরপুর ও হায়াতপুর গ্রামে দুই কৃষকের দুইটি গরু চুরি হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মনিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ মন্ডল জানান, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক ইউনুস আলী, ইসহাক আলী এবং আবুল বাসারের বড়িতে বুধবার রাতে চুরি হয়। তিনি জানান, এদিন বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টিরমধ্যে এ তিন পরিবারের লোকজন দরজা খোলা রেখে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। কৃষক ইউনুচ আলী জানান, বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির লোকজন এসে তাদের ঘুম ভাঙ্গান। একই বর্ণনা দেন অপর দুই কৃষক আবুল বাশার ও ইসহাক আলী।এর মধ্যে ইউনুচ আলীর নগদ ৫০ হাজার, প্রায় দুই ভরি স্বর্নালংকার, আবুল বাশারের পাঁচ হাজার টাকা, নয় ভরি স্বর্নালংকার এবং ইসহাক আলীর দুই ভরি স্বর্নালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। অপরদিকে একই রাতে মনোহরপুর গ্রামের কৃষক তৌহিদুর রহমান এবং হায়াতপুর গ্রামের কৃষক কামরুল সরদারের গোয়ালঘর থেকে মোট দুইটি গরু চুরি হয়। কাশিপুর গ্রামের চুরি হওয়া তিন কৃষকের বাড়ি পরিদর্শনের পর এসআই দেবাশীষ মন্ডল জানান, ধারনা করা হচ্ছে তরল জাতীয় কোন চেতনানাশক পদার্থ স্প্রে করে পরিবারের লোকজনকে অচেতন করে এ চুরি সংগঠিত হয়েছে। ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, চুরির ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।